৫ই মার্চ ২০২১ ইং | ২০শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে ।
তিনি বলেন, সারাদেশ থেকে সাংবাদিকতায় যোগ্যতা নির্ধারণের দাবি উঠেছে। এরই প্রেক্ষিতে সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণের জন্য সরকারের কাছে খসড়া পাঠানো হয়েছে। এতে করে অপসাংবাদিককতা হ্রাস পাবে।
শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বান্দরবানের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও বই বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের নিয়োগ সংক্রান্ত কোনো আইন না থাকায় দেশে অপসাংবাদিকতা বেড়ে যাচ্ছে। অপসাংবাদিকতা রুখতে সাংবাদিকদের জন্য আলাদা ডাটাবেইসও তৈরি করা হচ্ছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম প্রমুখ।
সূত্র: বাসস
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766