এমসি কলেজে শুরু হওয়া পক্ষকালব্যাপী সাংস্কৃতিক উৎসবে আজ দেখানো ইউনেস্কোতে স্বীকৃতি পাওয়া বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। থিয়েটারের মহড়া কক্ষে সকাল ১১ টায় প্রজেক্টরের মাধ্যমে এই প্রদর্শনী করা হবে। এরপর থাকবে আলোচনাসভা। উন্মুক্ত আলোচনাপর্বে শিক্ষার্র্থীরা বঙ্গবন্ধুকে কিভাবে দেখছে এই বিষয়ে আলোচনা করতে পারবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। উপস্থিত থাকবেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবদুল কুদ্দুছ, শিক্ষক পরিষদ সম্পাদক মো. তোতিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা চৌধুরী, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ, তৌফিক এজদানি চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দিন।
এ দিকে বুধবার টিলাগড় পয়েন্টে অবস্থিত স্মৃতিফলকের আশপাশ ও ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা করে থিয়েটার মুরারিচাঁদ। সকাল সাড়ে ১১ টায় টিলাগড়স্থ স্মৃতিফলকের আশপাশ, বেদি পরিস্কার করেন। এ সময় তারা জানান, আগামী ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এখানে তারা পুস্পস্তবক অর্পণ করবেন এবং বেদিতে নাটক প্রদর্শনী করবেন। এরপর তারা কলেজ ক্যাম্পাসে পরিস্কার অভিযান পরিচালনা করেন।
উল্লেখ্য, মঙ্গলবার পুরো ক্যাম্পাস রঙিন সাজে বিজয়ের আভাসে গেয়ে উঠে জাতীয় সংগীত। বিজয়ের ৪৬ বছর ও থিয়েটার মুরারিচাঁদ তাদের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে চলছে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে। মঙ্গলবার ছিল এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান। দুপুর ১২ টা ১ মিনিটে শিক্ষক-শিক্ষার্থী সম্মেলক কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে উঠেন। সাংস্কৃতিক উৎসবটি চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পরিবেশনায় অংশ নেবেন। পরিবেশনায় অংশগ্রহণ করবেন ছন্দ নৃত্যালয়, উদীচী, নগরনাট, নান্দিক নাট্যদল, নাট্যালোক, থিয়েটার সিলেট, থিয়েটার বাংলা, মৃত্তিকায় মহাকাল, নাট্যমঞ্চ, নাট্যায়ন, কথাকলি, নৃত্যশৈলী সিলেট। কলেজের সংগঠন থেকে অংশগ্রহণ করবেন রোভার স্কাউট, মোহনা, মুরারিচাঁদ কবিতা পরিষদ। থাকছে থিয়েটার মুরারিচাঁদের নিজস্ব পরিবেশনাগুলো। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টায় ক্যাম্পাসের বিভিন্ন অংশে ‘ইন্টারেক্টিভ থিয়েটার। অডিটোরিয়ামে ১১-১৩ ডিসেম্বর সন্ধ্যায় থাকছে তিনদিনব্যাপী মঞ্চনাটক প্রদর্শনী। ১৪-১৬ ডিসেম্বর প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত পর্যন্ত চলবে শহীদ বুদ্ধিজীবীদিবস, বিজয়দিবস উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা। এটি কলেজে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com