সাইবার বুলিংয়ের শিকার ৭৩ শতাংশই আইনের আশ্রয় নেন না

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২২

সাইবার বুলিংয়ের শিকার ৭৩ শতাংশই আইনের আশ্রয় নেন না

দেশে সাইবার অপরাধের শিকার হওয়া ভুক্তভোগীদের ৫০ দশমিক ২৭ শতাংশই সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। তাদের মধ্যে ৭৩ দশমিক ৪ শতাংশই আইনের আশ্রয় নেন না। সাইবার বুলিংয়ের মধ্যে রয়েছে ছবি বিকৃত করে অপপ্রচার, পর্নোগ্রাফি কনটেন্ট, সামাজিকমাধ্যমে অপপ্রচার এবং অনলাইনে-ফোনে মেসেজ পাঠিয়ে হুমকি দিয়ে মানসিক হয়রানি। আর ক্রমেই এই ধরনের অপরাধ বাড়ছে।

 

 

 

 

 

সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের (সিসিএ ফাউন্ডেশন) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। শনিবার (১৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘বাংলাদেশে সাইবার অপরাধ প্রবণতা ২০২২’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

 

 

 

গবেষণা প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রপ্রচার বাড়ছে। ভুক্তভোগীদের বেশির ভাগের বয়স ১৮ থেকে ৩০ বছর। এই হার ৮০ দশমিক ৯০ শতাংশ। হয়রানির শিকারের পর ভুক্তভোগীদের ৭৩ দশমিক ৪ শতাংশই আইনের আশ্রয় নেন না। এ ছাড়া আইনের আশ্রয় নেয়া ভুক্তভোগীদের মাত্র ৭ দশমিক শূন্য ৪ শতাংশ আইনি সেবার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

 

 

প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগীরা লোকলজ্জার ভয়সহ নানা কারণে অপরাধের বিষয়ে কোথাও অভিযোগ করেন না। সার্বিক পরিস্থিতিতে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে ব্যাপকভাবে সচেতনতামূলক কার্যক্রমসহ ৮টি সুপারিশ তুলে ধরা হয় গবেষণা প্রতিবেদনে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

November 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930