এসবিএন ডেস্ক: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারা দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপীল মামলার পূর্ণাঙ্গ রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছেছে।
সেখান থেকে রায়ের কপি যাবে ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসনের কাছে। আইন মন্ত্রণালয়কেও রায়ের ব্যাপারে অবগত করা হবে।
আজ রবিবার দুপুরে রায়ের কপি সুপ্রিম কোর্টের আপীল বিভাগ থেকে পৌঁছে দেওয়া হয় বিচারিক আদালত ট্রাইব্যুনালে। আপীল বিভাগের সহকারী রেজিস্ট্রার মেহেদি হাসানের কাছ থেকে সেগুলো গ্রহণ করেন ট্রাইব্যুনাল রেজিস্ট্রারের ব্যক্তিগত সহকারী জহুরুল ইসলাম।
ট্রাইব্যুনালের রেজিস্টার কার্যালয় সুত্রে জানা যায়, অাজই ট্রাইব্যুনাল থেকে সাজা পরোয়ানার আদেশ তৈরি করে রায়ের অনুলিপি পাঠানো হবে ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসনের কাছে। প্রদত্ত রায়’টি অবগত করা হবে আইন মন্ত্রণালয়কেও।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ৬১৪ পৃষ্ঠার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে।
সংবাদটি শেয়ার করুন