১৩ই এপ্রিল ২০২১ ইং | ৩০শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৫
এসবিএন ডেস্ক:
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আগামী বছরের ৪ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
এই টুর্নামেন্টে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে জায়গা পেলেন টাইগারদের মুশফিকুর রহিম।
শোয়েব মালিকের করাচি কিংস ডেকে নিয়েছে টাইগারদের রান মেশিন মুশফিককে। দলটিতে আরেকট টাইগার সাকিব আল হাসানও রয়েছেন।
মুশফিকুর রহিম খেলোয়াড় বাছাইয়ে প্রথমে ছিলেন ‘গোল্ড’ ক্যাটাগরিতে। তবে, গতকাল গোল্ড ক্যাটাগরি থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে না কেনায় নিয়মানুযায়ী তিনি চলে আসেন সিলভার ক্যাটাগরিতে। সিলভার ক্যাটাগরির খেলোয়াড়ের মূল্যমান ২৫ হাজার ডলার। যা বাংলাদেশি মূল্যে প্রায় ২০ লাখ টাকা।
ক্রিস গেইলের দল লাহোর কালান্ডার্সের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশি ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ডেকে নেয় করাচি কিংস। আর তামিমকে নেয় শহিদ আফ্রিদির দল পেশোয়ার জালমি।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766