এসবিএন: সিলেটের বিমানবন্দর থানা পুলিশের কাছে এক ডাকাতকে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। রোববার দিনগত রাতে ডাকাতদল সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য সুরুম মিয়ার বাড়িতে হানা দেয়।
খবর পেয়ে এলাকাবাসী তাদের ধাওয়া দিয়ে এক ডাকাতকে আটক করেন। পরে ওই ডাকাতকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত ডাকাত মিনহাজ মিয়া (২৮) দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি গ্রামের বিলাল মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল আলম জানান, সাধারণ জনতা ঐ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
সংবাদটি শেয়ার করুন