ঢাকা ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান এর ১৫ তম মৃত্যু বার্ষিকী আগামীকাল

Red Times
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৮:২১ অপরাহ্ণ
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান এর ১৫ তম মৃত্যু বার্ষিকী আগামীকাল

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

বাংলাদেশের সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বিশ্ব বরণ্যে অর্থনীতিবিদ মরহুম এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যু বার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)।

১৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচী পালন করবে জেলা বিএনপি ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ,মরহুমের পরিবার ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

১৫ তম মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচী: ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম.সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর গ্রামের বাড়িতে কুরআন খতম মিলাদ,দোয়া,শিরণী বিতরণ।

মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া, মরহুমের কবরে ফাতেহা পাঠ দোয়া ও পুষ্পস্তবক অর্পণ,জেলা বিএনপি ও বিভিন্ন উপজেলা বিএনপি, পৌরবিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ ।

এছাড়া স্মৃতি পরিষদের উদ্যোগে বিকেল ৪টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে স্মরণসভা,দোয়া মাহফিল ও শিরণী বিতরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব জি কে গউস, সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, প্রধান বক্তা প্রফেসর মোসলেহ উদ্দিন তারেক,সাবেক উপাচার্য,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সিলেট।

স্বাগত বক্তা এম নাসের রহমান প্রধান পৃষ্ঠপোষক,এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, সাবেক এমপি ও সভাপতি মৌলভীবাজার জেলা বিএনপি।

অনুষ্ঠানে সভাপত্বি করবেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদ, সঞ্চলনা করবেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. মো: আব্দুল মতিন চৌধুরী।

উল্লেখ” সাবেক অর্থমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরন করেন তিনি।

অর্থমন্ত্রী হিসেবে সংসদে ১২ বার বাজেট উপস্থাপন করেছেন সাইফুর রহমান। তিনি পরিকল্পনামন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বরেণ্য এই অর্থনীতিবিদ ১৯৭৬ সালে জিয়াউর রহমান সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। ২০০৫ সালে একুশে পদক লাভ করেন সাইফুর রহমান।

শিক্ষাজীবনে সাইফুর রহমান ১৯৪৯ সালে সিলেটের দি এইডেড হাই স্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯৫১ সালে এমসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ইংল্যান্ড ও ওয়েলসের চার্টার্ড একাউন্ট্যান্ট ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট অর্জন করেন।

সাইফুর রহমান ১৯৭৯ সালে মৌলভীবাজার-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ ও সিলেট-১ আসন থেকে নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930