৯ই মার্চ ২০২১ ইং | ২৪শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৮
সাদ্দাম হোসেন
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৯ আসনের সাবেক এমপি তালুকদার মো. তৌহিদ জং মুরাদের সমর্থকরা নৌকা মার্কায় ভোট চেয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা প্রায় প্রতিদিনই নৌকার জন্য ভোট চাচ্ছেন। তাদের প্রচারণায় এ আসনে নৌকা প্রতীকে মুরাদ জংয়ের মনোনয়ন অনেকাংশেই নিশ্চিত হয়ে গেছে বলে ধারণা করছে অনেকে। যদিও আওয়ামী লীগের শীর্ষ মহল থেকে এব্যাপারে এখনো পর্যন্ত কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। তবে এসব বিষয়ে এখন একেবারেই কথা বলতে চাচ্ছেন না তালুকদার মো. তৌহিদ জং মুরাদ। তার সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি এব্যাপারে কথা বলতে রাজি হননি। তবে এব্যাপারে সাভার থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম ফয়সাল বলেন, মুরাদ জং একজন জনপ্রিয় জননেতা। সাভার আশুলিয়ার মানুষেরর কাছে সবসময়ই তার গ্রহণযোগ্যতা অন্য সকলের চাইতে বেশি। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভার আশুলিয়ার সর্বস্তরের জনগণ তাকেই জনপ্রতিনিধি হিসেবে চাচ্ছে। সাভার-আশুলিয়ায় তার বিকল্প অন্য কেউ নেই। জাহিদুল ইসলাম ফয়সাল আরো বলেন, মুরাদ জং সাভার আশুলিয়ার প্রান্তিক জনগণের মনে জায়গা করে নিয়েছেন। মানুষ বিপদে আপদে সবসময় তাকে পাশে পেয়েছে, পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবে। তাই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মুরাদ জংকেই লড়তে দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এব্যাপারে সাভার পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আর এইচ এম রবিন বলেন, সাভার-আশুলিয়ায় মুরাদ জংয়ের মতো কর্মীবান্ধব নেতা আর অন্য কেউই নেই। উনি জনগণের সকল সমস্যা মনোযোগ দিয়ে শুনেন এবং সমাধানের চেষ্টা করেন। এলাকার সর্বস্তরের সকল শ্রেণীর মানুষ সবসময় তাকে বিপদে আপদে সকলের আগে পাশে পায়। আর এসকল গুণাবলির জন্য সাভার-আশুলিয়ায় তার জনপ্রিয়তা অন্য সকলের চাইতে বেশি। একজন এমপি মানে জনগণের সেবক, জনগণের বন্ধু। আর মুরাদ জংয়ের জনগণের সেবা করার ও তাদের বন্ধু হিসেবে ভাবার গুণাবলি রয়েছে। এসব কারণে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে মুরাদ জংকেই তিনি এমপি হিসেবে দেখতে চান বলে জানান। সেপ্টেম্বর থেকেই নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই ঢাকা-১৯ আসন থেকে নৌকা প্রতীকে মুরাদ জংই মনোনয়ন পাচ্ছেন কিনা সেজন্য তার ভক্তদের আরো মাসখানেক অপেক্ষা করা লাগতে পারে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766