ঢাকা ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের যুক্তরাষ্ট্রে যাওয়ার খবরটি ভুয়া

redtimes.com,bd
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ণ
সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের যুক্তরাষ্ট্রে যাওয়ার খবরটি ভুয়া

টাইমস নিউজ

সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের যুক্তরাষ্ট্রে যাওয়ার খবরটি ভুয়া। আপিল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার কয়েকটি গণমাধ্যমে তার দেশত্যাগের খবর পাওয়া যায়। এতে বলা হয়, শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের চাপে পদত্যাগ করা সাবেক এই প্রধান বিচারপতি।

গত ১০ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান ওবায়দুল হাসান। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, সুপ্রিমকোর্ট বিল্ডিং এবং এর রেকর্ডসমূহ রক্ষা, কোর্ট প্রাঙ্গণ রক্ষা, বিচারপতিদের বাড়িঘর, জাজেজ টাওয়ার রক্ষা, বিচারপতিগণকে শারীরিক হেনস্থা থেকে রক্ষা করা এবং জেলা জজ কোর্টগুলো ও রেকর্ড রুমসমূহ রক্ষার স্বার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো।

ওইদিন সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের অন্য বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম দিয়ে সুপ্রিমকোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেন। পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকেন। সেখানে তারা প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন। ওইদিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ৬ বিচারপতি পদত্যাগ করেন।

২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বিচারপতি ওবায়দুল হাসান।

প্রসঙ্গত, গত ১০ জুলাই ওবায়দুল হাসান মন্তব্য করেছিলেন, ‘রাস্তায় আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না।’

 

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930