৭ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসবিএন: সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, হবিগঞ্জের প্রবীণ আওয়ামীলীগ নেতা এনামুল হক মোস্তফা শহীদ আর নেই।
তার ছেলে নিজামুল হক রানা জানান, তার বাবা রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে নেন। জাতীয় সংসদে ৬ বার হবিগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করা এই আওয়ামীলীগ নেতার বয়স হয়েছিল ৭৮ বছর।
নিজামুল হক বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাতে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করার পর আইসিইউতে রাখা হয়েছিল।
পরিবার জানায়, বিকাল সাড়ে ৪টায় এনামুল হকের মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদের দক্ষিন প্লাজায়। সেখানে জানাজার পর হেলিকপ্টারে করে কফিন নেওয়া নেওয়া হবে হবিগঞ্জে ।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ ঈদগাহ মাঠ ও দুপুর ২টায় মাধবপুর উপজেলা সদরে, চুনারুঘাটে ঈদগাহ মাঠ ও সব শেষে শায়েস্তাগঞ্জ ঈদগাহে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com