১৭ই এপ্রিল ২০২১ ইং | ৪ঠা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৮
সাদ্দাম হোসেন
সাভার-আশুলিয়ার বিভিন্ন স্থানে চার ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার(১২ই আগস্ট) সকালে আমিনবাজার, থানা স্ট্যান্ডের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, আশুলিয়ার গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতাল এবং শ্রীপুর থেকে এ চার ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশসূত্রে জানা যায়, সকালে সাভারের বিরুলিয়া এলাকায় রাফিদ (১৫) নামের এক শিক্ষার্থীর লাশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবার। তারা রাফিদের লাশ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে পুলিশ খবর পেলে রাফিদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
একই সময়ে সাভারের আমিনবাজার এলাকা থেকে গিয়াস গাজী নামের (৩৫) এক পিকআপ চালকের লাশ উদ্ধার করে পুলিশ। তবে তার মৃত্যু ট্রাকের চাপায় পড়ে হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ঐ একই সময়ে আশুলিয়ার গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতাল ও শ্রীপুর থেকে আরো দুই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
পরে লাশ চারটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসিনুল কাদির বলেন, লাশগুলোর ময়নাতদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না। তবে সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে সব কিছু পরিষ্কার হবে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766