৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৮
সাদ্দাম হোসেন
সাভারে ভুয়া ডিবি পুলিশ চক্রের তিন সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের থেকে দুইটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (১১ই জুলাই) দুপুরে সাভারের ইমান্দিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো: মো. রুবেল হোসেন (২৩), আনিসুর রহমান মোল্লা (৩৫) এবং মোঃ সজীব।মিয়া (২০)।
এব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, আটককৃত তিনজন সাভার বাসস্ট্যান্ড থেকে একটি প্রাইভেটকার ভাড়া নিয়ে ইমান্দিপুর যায়। এসময় তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি শুরু করে। ওই প্রাইভেটকার চালকের সন্দেহ হলে সে আশেপাশের মানুষকে ডাক দিলে স্থানীয়রা তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশকে (ডিবি) খবর দেয়। খবর পেয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভূয়া ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয় দানকারী চক্রের তিন সদস্যকে আটক করে। এসময় তাদের তল্লাশী করে দুইটি ছুরি উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকার চালক মোঃ বাবু মিয়া বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766