সাভার পৌরসভার তৃতীয় নগর অর্থ উন্নয়ন প্রকল্প

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৮

সাভার পৌরসভার তৃতীয় নগর অর্থ উন্নয়ন প্রকল্প

মোঃ কমরুজ্জামান হিমু

কাজ এগিয়ে যাচ্ছে । খুব দ্রুত বদলে যাচ্ছে সাভার পৌরসভা উন্নয়নের দৃশ্যপট । কাজ চলছে রাস্তা ও ড্রেনের । তৃতীয় নগর অর্থ উন্নয়ন প্রকল্প উইন্ডো বি আওতায় হচ্ছে কাজটি। বাংলাদেশের সেরা ১৫টি পৌরসভার মধ্যে অন্যতম সাভার পৌরসভা । এই প্রকল্পে টাকার পরিমান ১৭ কোটি ৯ লক্ষ টাকা। এর মধ্যে রয়েছে ৭টি রাস্তা ১২টি ড্রেন। ড্রেন রয়েছে ১০ কি.মি, রাস্তা রয়েছে ৫ কি.মি। কাজ শুরু হয়েছে ডিসেম্বর – ২০১৭ তারিখে । প্রকল্পের কাজটি শেষ হবে ১৫-ই মে ২০১৮। এ ব্যপারে সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম বলেন, ড্রেনের ডিজাইন অনুযায়ী কাজ চলছে । আগে পাকিজার পিছনে যে সমস্ত ড্রেন ছিল তা সবগুলো জলাবদ্ধ ছিল পানি নামতে পারতোনা। এখন আর সেটা থাকবে না । এই প্রকল্পে ড্রেনের কাজ বাস্তবায়ন হলে পাকিজার পিছে জনগনের যে অসুবিধা ছিল তা অনেকটা দূর হবে বলে আমি মনে করি। তারপর ব্যাংক কলোনি সব সময় পানিতে ডুবে যায় বিধায় আমরা এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছি। এখন কাজ শেষ হলে ব্যাংক কলোনির রাস্তায় জলাবদ্ধতা হবে না। প্রকল্পে অর্থায়ণ করছে এডিবি (এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক) সাথে রয়েছে এলজিইডি ও সাভার পৌরসভা । মিলিতভাবে কাজটি বাস্তবায়ন করছে। প্রকল্পের উপ পরিচালক রেজাউল ইসলাম, ঠিকাদার প্রতিষ্ঠান উর্মি এন্টারপ্রাইজ।

লাইভ রেডিও

Calendar

October 2023
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031