রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের আয়োজনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ আনোয়ারুল কাদির।
সভায় বক্তারা বক্তব্য বলেন, ইসলাম ধর্মের মানুষের কাছে সকল ধর্মের মানুষ নিরাপদে থাকবে এটা প্রিয় নবীর বাণী ছিল। ইসলাম শান্তির ধর্ম, একটি সমাজে বহু ধর্মের মানুষ বসবাস করবে, সেখানে যে যার ধর্ম নির্দ্বিধায় পালন করবে। সকলের মাঝে সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
বক্তারা বক্তব্য আরোও বলেন, ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। শুদ্ধ সমাজ বিনির্মাণে আলেম-ওলামারা মুখ্য ভূমিকা পালন করতে পারেন এবং তা করছেন। সমাজে আজকে যে শান্তি স্থিতিশীলতা রয়েছে এতে ইমমাদের ভূমিকা আছে। দেশে ধর্মীয় উন্মাদনা তৈরি করে কেউ যেন কোনোভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, এ বিষয়ে ধর্মীয় ও সামাজিক নেতা হিসেবে ইমাম ও খতিবদের সজাগ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।জাতির কল্যাণে সকল মসজিদের খতিব ও ইমামগনকে সম্পৃক্ত থেকে দেশের জন্য কাজ করতে হবে।
সংবাদটি শেয়ার করুন