ঢাকা ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


সার্কভুক্ত দেশের স্পিকার সম্মেলন ৩০ জানুয়ারি

abdul
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০১৬, ১০:১৩ পূর্বাহ্ণ
সার্কভুক্ত দেশের স্পিকার সম্মেলন ৩০ জানুয়ারি

এসবিএন ডেস্ক: আগামী ৩০ জানুয়ারি ২ দিনব্যাপী দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর স্পিকার সম্মেলন অনুষ্ঠিত হবে।

গত ২১ জানুয়ারি জাতীয় সংসদ সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আব্দুল রব হাওলাদারের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) অর্জনে দক্ষিণ এশিয়ার স্পিকারদের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ৩১ জানুয়ারি সামিটের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামিটে বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার জাতীয় সংসদের স্পিকাররা অংশগ্রহণ করবেন।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এবং ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডসের যৌথ উদ্যোগে ঢাকায় এ স্পিকার সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031