জাকির হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় উপজেলার কলেজ পর্যায়ে সেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন সালথা সরকারি কলেজের সহকারী অধ্যাপক সুবিমল কুমার বিশ্বাস। তিনি ফরিদপুর সদর পৌরসভার শোভারামপুর গ্রামের সত্য চন্দ্র বিশ্বাসের ছেলে। সুবিমল কুমার বিশ্বাস ৬ নভেম্বর ২০০৪ সালে সালথা সরকারি কলেজে প্রভাষক হিসেবে অর্থনীতি বিভাগে যোগদান করেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ’২০২২-এ তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তাঁর শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃংখলাবোধ, সময়ানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরী ও মাল্টিমিডিয়ার ব্যবহার, পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাঁকে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করেন।
প্রকাশ থাকে যে, তিনি ইতোপূর্বে ২০১৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
উল্লেখ্য, তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স পাস করেন।
উপজেলার সেরা প্রভাষক নির্বাচিত হওয়ায় সালথা সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়সহ সংশ্লিষ্ট সকলে তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন