রবিবার (৫ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদের চত্বরে থেকে একটি র্যালি বের হয়ে সদর বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা আকতার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয় সেন শুভ্র, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: শাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপজেলা তথ্য আপা রূপালী মন্ডল প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।