এসএনবিডেস্কঃমজার মজার মন্তব্যের জন্য প্রায়ই শিরোনাম হন ভারতীয় অভিনেতা সালমান খান। আর সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকে নিয়ে কথা কইতে কখনোই ছাড়েন না তিনি। সম্প্রতি আবারও ক্যাটকে নিয়ে দুষ্টুমিতে মেতেছিলেন সালমান।
সম্প্রতি সালমানের সঞ্চালিত ‘বিগ বস ৯’-এ নিজেদের সিনেমা ‘দিলওয়ালে’র প্রচারে এসেছিলেন ভারুন ধাওয়ান ও ক্রিতি শ্যানন। ভারুনের বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’ সিনেমায় ক্যাটের বিপরীতে অভিনয় করেছিলেন সালমান, কথায় কথায় উঠে এল সেই সিনেমার প্রসঙ্গ।
ক্যাটরিনার নাম শুনেই সালমান ক্রিতিকে জিজ্ঞেস করেন, ক্যাটরিনার নাম শুনে মনে পড়লো, বিগ বসে কোন ছেলেটাকে আপনার ভালো লেগেছে?
ক্রিতি জবাব না দিয়ে করে বসেন পাল্টা প্রশ্ন, ক্যাটরিনার নাম শুনে কেন আপনার এই কথা মনে পড়লো?
তখন পুরো বিষয়টি হেসে উড়িয়ে দিয়ে সালমান বলেন, আমার যখন তখন যে কোনো কিছু দেখে যে কারো কথা মনে পড়ে যায়!
সাবেক প্রেমিকাকে নিয়ে সালমানের মন্তব্য করার অভ্যাস অবশ্য নতুন নয়। কয়েকদিন আগে সেলিব্রিটি টক শো ‘কমেডি নাইটস উইথ কাপিল’- এ গিয়ে ক্যাটের ব্যাপারে সালমান বলেছিলেন, ক্যাটরিনা আমার কোনো কাজে আসেনি কখনো।
সংবাদটি শেয়ার করুন