৩রা ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসবিএন বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় তারকা অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত এক ব্যক্তি। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করে দিয়েছে মুম্বাই পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৬ ফেব্রুয়ারী মুম্বাই শহরের পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে সালমান খানকে হত্যার হুমকি দেন অজ্ঞাত এক ব্যক্তি।
তবে, পুলিশ মনে করছে এটি নিছক একটি মিথ্যা হুমকি। এ কারণে বিষয়টি নিয়ে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। কিন্তু হুমকির বিষয়টি খুব ভালোভাবে খতিয়ে দেখছে পুলিশ। এমনকি ফোনকলটি কোন স্থান থেকে করা হয়েছিল, এরই মধ্যে তা খুঁজে বের করতে সক্ষম হয়েছে তারা।
বিষয়টি নিয়ে সালমান খানের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বলিউডে বেশ ভালো সময় পার করছেন সালমান খান। বাজরাঙ্গি ভাইজান এবং প্রেম রতন ধন পায়ো, পর পর দু’টি ব্যবসা সফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। বর্তমানে তিনি ব্যস্ত সুলতান সিনেমার শুটিং নিয়ে।
চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com