রবিশংকর মৈত্রী
সাড়ে তিন বছর হল আমি দেশে নেই। রূপক অর্থে সবিনয়ে যদি জানতে চাই, আমাদের সেই দেশটিও এখন কি আর এই দেশে আছে?
আমি যদি দেশছাড়া না হতাম, গত সাড়ে তিন বছরে কম করে হলেও পাঁচশো নতুন ছেলেমেয়ে শিল্প সাহিত্য তথা আবৃত্তি অনুগত হত–তারা মাদক গ্রহণ করত না, তারা কাউকে অপমান করে কথা বলত না, তারা নিজের স্বার্থে আমৃত্যু অন্ধ থাকত না, তারা সরকারি কর্মকর্তা হলেও চরম দুর্নীতিবাজ হত না।
আমি যদি দেশছাড়া না হতাম, গত সাড়ে তিন বছরে অন্তত আরো একশো ছেলেমেয়ে কর্মজীবী হবার পথ খুঁজে পেত। আরো অন্তত দশটি দিশেহারা পরিবার সুন্দর জীবন ফিরে পেত।
বাংলাদেশ-যাবতকালে আমার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত সাত শত মানুষ জীবনের পথ খুঁজে পেয়েছে, আমার সেই ভালোবাসার মানুষগুলো গোপনে আপনে যদি কৃতজ্ঞতা স্বীকার করত, তারা যদি প্রতিবাদী হত– আমি তবে সপরিবারে মাত্র দুতিনটি লোকের জন্য দেশছাড়া হতাম না।
আমি দেশছাড়া হয়েছি বলে মৃত্যুকেও সহজভাবে মানতে শিখেছি। আমি দেশছাড়া হয়ে নতুন জীবনলাভ করেছি। দেশছাড়া হয়ে আমি নিজের দেশকে এবং শিল্প সাহিত্য সংস্কৃতি ও মহামানবিক ফ্রান্সকে নতুন করে চিনতে শিখছি।
আমি দেশছাড়া হয়েছি বলে বাংলা ইংরেজির পরে ফরাসি ভাষাকে গভীরভাবে শিখতে পারছি। আমি দেশছাড়া হয়েছি বলে `মুক্ত মানুষ;, `কথাবুদ্ধ‘, `যিশু হলেেই ক্র ুশবিদ্ধ হতে হয়‘ লিখতে পেরেছি।
আমি দেশছাড়া হয়েছি বলে– এখন আর প্রতি মাসের বেতনের সঙ্গে সংসারের সবকিছু মেলাতে গিয়ে ক্লান্ত হই না।
আমি দেশছাড়া হয়েছি বলে সমগ্র পৃথিবীকে নিজের দেশ বলে জানতে মানতে এবং ভালোবাসতে শিখি। অতএব স্বদেশর সকল স্বজন ও দুর্জনের কাছে আমি কৃতজ্ঞ।
সংবাদটি শেয়ার করুন