সিক্ত আবেগ

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৩

সিক্ত আবেগ

 

 

ঊর্মি খান

চেয়ে দেখি হৃদয়
গহীনে অরন্য নেই…..
অন্তর দৃষ্টিতে মিশে
আছো এলোমেলো
সৃষ্টিতে……
বহু দুরে কেবল
দৃষ্টি ফেলি…..
আঁচলে ঢেকে আছো
অবয়ব……
তোমার হৃদয়
বাতায়নে মুক্ত বাতাস….
দুলে যায় মনের
আয়নায়……
দুর সীমানায় তপ্ত
হৃদয়ের আলিঙ্গন…..
স্পর্শ করে যায়
আঁখিপাতে……
তুমি হাত রাখো
হাতে অপার বিশ্বাসে….
স্বপ্নডানায় ভর করে
তোমার অস্তিত্ব……
তনুমনে জাগে সিক্ত
আবেগ…..
শিহরিত করে স্মৃতির
পাতার অতীত…..
আমার অসীম আকাশ
জুড়ে আছো তুমি….
গহীন অরন্যের মুক্ত
পাখির মতো…..

ঊর্মি খান ঃ কবি ও মডেল