১লা মার্চ ২০২১ ইং | ১৬ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৯
প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় মিরপুর সিটি পার্ক ভবনে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রোববার বিকাল ৫টার দিকে রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশনে পুলপাড় এলাকার ওই দশ তলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন জানান।
যে ভবনে আগুন লেগেছিল, তার নিচতলায় দোকান এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় রয়েছে সিটি পার্ক চায়নিজ রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টার। ভবনের ষষ্ঠ ও সপ্তম তলা থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়।
কাফরুল থানা পুলিশ বলছে, ভবনের ওই অংশে একটি গার্মেন্ট কারখানার মালামাল রাখা হত। পয়লা বৈশাখে ছুটির দিনে সেখানে লোকজনও ছিল না। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।
S | M | T | W | T | F | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 |
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766