
স’লিপকঃ
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে মৌলভীবাজার জেলা অটো টেম্পু, বেবী, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং-চট্ট-২৩৫৯ এর শ্রীমঙ্গল উপজেলা শাখার অর্ন্তভূক্ত সিন্দুরখাঁন রোড শ্রমিক পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে মো: আহসানুল হক (সুমন) আনারস প্রতীকে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সিন্দুরখাঁন বাজার সাউথ বালিশিরা কেজি স্কুল কেন্দ্রে শ্রমিকদের স্বত:স্ফূর্ত অংশ গ্রহণ ও উৎসবমূখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি মো: আহসানুল হক (সুমন) আনন্দ মিছিলের পরে এক প্রতিক্রিয়ায় বলেন, শ্রমিক ভাইদের ভালোবাসায় আমি আপ্লূত। আমি আমার দায়িত্ব পালনে কোন ধরনের ছলচাতুরী করবো না। শ্রমিক ভাইদের সাথে নিয়ে সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো।