১৪ই এপ্রিল ২০২১ ইং | ১লা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৫
এসবিএন ডেস্ক:
পৌরসভা নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুরে পক্ষপাতিত্বের অভিযোগে থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
এদিকে, জেলার রায়গঞ্জ পৌরসভায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগে সিরাজগঞ্জ ৩ আসনের সরকার দলীয় এমপিকে সর্তক করেছে নির্বাচন কমিশন।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, একজন প্রার্থীর পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগে শাজাদপুর থানার ওসি রেজাউল হককে প্রত্যাহার করার জন্য সোমবার রাতে মহাপুলিশ পরিদর্শককে (আইজিপি) নির্দেশ প্রদান করে নির্বাচন কমিশন।
সেই নির্দেশ মোতাবেক ইতিমধ্যে ওসিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এদিকে, জেলা রিটার্নিং অফিসার মুহাম্মদ কামরুল হাসান জানান, রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলনকে সতর্ক করেছে নির্বাচন কমিশন।
বিষয়টি নির্বাচন কমিশন থেকে অবগত হয়েছেন তিনি।
এ ব্যাপারে এমপি ম ম আমজাদ হোসেন মিলন জানান, নির্বাচন কমিশন থেকে তিনি একটি নোটিশ পেয়েছিলেন। সেই নোটিশের জবাব নির্বাচন কমিশন বরাবর পাঠিয়ে দিয়েছেন তিনি।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766