১৭ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২১
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে নয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে সংবাদ পেয়ে সৈয়দপুর গ্রামের আল আমিনের বাড়ি থেকে আটক অবস্থায় অজগরটি উদ্ধার করা হয়। পরে অজগরটি দি বার্ড সেফটি হাউজ সংগঠনের হেফাজতে নিয়েছেন।
আল আমিন জানান, গত এক মাস আগে নেত্রকোনা থেকে অজগর সাপটি আমার বাসায় নিয়ে আসি।
গত একমাস ধরে আমার কাছেই ছিল অজগর সাপটি। তিনি বন্যপ্রাণী আইন জানেন না, আগামীতে এই ধরনের কোন কাজও করবেন না বলে জানান।
পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, অজগর সাপটি উদ্ধার করে আমার হেফাজতে রেখেছি। রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের সাথে যোগাযোগ করেছি খুব দ্রুত তাদের কাছে হস্তান্তর করবো।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com