২৩শে জানুয়ারি ২০২১ ইং | ৯ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৫
এসবিএন ডেস্ক:
সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত ইদলিব শহরে ধারাবাহিক বিমান হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে বিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া এই বিমান হামলা চালিয়েছে।
যদিও রাশিয়া ওই এলাকায় বিমান হামলা চালিয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু এখনও জানা যায়নি।
যদিও সিরিয় একিটি পর্যবেক্ষক সংস্থা বলছে, ওই হামলা সম্ভবত বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এবং নিহতদের বেশিরভাগই আসাদ সরকার বিরোধী বিদ্রোহী।
ইদলিব শহরের স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার কর্মীরা বলেন, কয়েক দফা চালানো বিমান হামলায় শহরের মার্কেট, অনেক সরকারি ভবন, আবাসিক এলাকা বিধ্বস্ত হয়েছে।
উদ্ধারকর্মীরা জানায়, ধ্বংসস্তুপ থেকে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির রাজধানীতে সেনাবাহিনীর একটি বাসে বিস্ফোরণের ঘটনায় অন্তত দশ জন আহত হয়েছে।
উল্লেখ্য সেপ্টেম্বর মাসে সিরিয়ায় আইএস জঙ্গীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে রাশিয়া। যদিও অনেকে বলছেন রাশিয়া শুধুমাত্র পশ্চিমা নিয়ন্ত্রিত বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত ইদলিব শহরে ধারাবাহিক বিমান হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে বিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া এই বিমান হামলা চালিয়েছে।
যদিও রাশিয়া ওই এলাকায় বিমান হামলা চালিয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু এখনও জানা যায়নি।
যদিও সিরিয় একিটি পর্যবেক্ষক সংস্থা বলছে, ওই হামলা সম্ভবত বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এবং নিহতদের বেশিরভাগই আসাদ সরকার বিরোধী বিদ্রোহী।
ইদলিব শহরের স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার কর্মীরা বলেন, কয়েক দফা চালানো বিমান হামলায় শহরের মার্কেট, অনেক সরকারি ভবন, আবাসিক এলাকা বিধ্বস্ত হয়েছে।
উদ্ধারকর্মীরা জানায়, ধ্বংসস্তুপ থেকে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির রাজধানীতে সেনাবাহিনীর একটি বাসে বিস্ফোরণের ঘটনায় অন্তত দশ জন আহত হয়েছে।
উল্লেখ্য সেপ্টেম্বর মাসে সিরিয়ায় আইএস জঙ্গীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে রাশিয়া। যদিও অনেকে বলছেন রাশিয়া শুধুমাত্র পশ্চিমা নিয়ন্ত্রিত বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766