১০ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৫
এসবিএন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের ২৯তম ম্যাচে সিলেট সুপার স্টারসকে ১৫১ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে হেরে প্রথমে ব্যাট করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৫০ রান সংগ্রহ করে। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন আহমেদ শেহজাদ। আর অলক কাপালি ৩২, ইমরুল কায়েস ২৭ ও আজহার জাইদি ৩১ রান করেন। সিলেটের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন অধিনায়ক শহীদ আফ্রিদি, মোহাম্মদ শহীদ ও রুবেল হোসেইন।
এদিকে, জয়ের জন্য ১৫১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে সিলেট। শেষ খবর পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ২ ওভার থেকে ১৫ রান সংগ্রহ করেছে তারা।
বিপিএলের চলতি তৃতীয় আসরে এ পর্যন্ত ৯ ম্যাচে ৬টি জয় ও ৩টি পরাজয় নিয়ে পয়েন্ট টেলিবের দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অপরদিকে সমান ম্যাচে ৬টিতে পরাজয় ও ৩টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে রয়েছে সিলেট সুপার স্টারস।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com