৩রা ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৫
এসবিএন ডেস্ক:
সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ শাহজাহান আলীকে বাহুবল উপজেলার মিরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টায় উপজেলার মিরপুর ইউনিয়নের দত্তপাড়া-তুঙ্গেশ্বর গ্রামস্থ নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযানে নেতৃত্বদেন উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ.এস.আই বাছির আলম।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান জানান, গ্রেফতারকৃত শাহজাহান আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বাহুবল মডেল থানায় একটি মামলা রয়েছে। তিনি ওই মামলার পলাতক আসামী। এছাড়াও শাহজাহান আলী সিলেটে দায়েরকৃত দুটি মামলার পলাতক আসামী। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত শাহজাহান আলী বাহুবল উপজেলার তুঙ্গেশ্বর-দত্তপাড়া গ্রামের আজগর আলীর পুত্র।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com