সিলেটের নিলি চন্দ সবার সহযোগিতায় বাঁচতে চায়

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৭

vyw

 

 

 

 

 

 

 

 

জিবিসি নামক কঠিন রোগে আক্রান্ত হয়েছে নিলি চন্দ (১৫)। দীর্ঘদিন থেকে এই কঠিন রোগে আক্রান্ত হয়েছে সে। অর্থের অভাবে উপযুক্ত চিকিৎসা করাতে না পারায় নিলি চন্দ চরম দুঃখ-কষ্ঠে দিনযাপন করছে । দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছে । নিলি চন্দ সিলেট নগরীর আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী। নিলি চন্দ সিলেট নগরীর লাক্কাতুরার বাসিন্দা নিপেন্দ্র কুমার চন্দ ও অনিতা চন্দের মেয়ে । বর্তমানে বাসায় চিকিৎসাধীন নিলির শরীর,দুহাত,ওকমর অবস হয়ে উঠেছে । গত দুই মাস ধরে নিলি উঠতে বসতে ও দাঁড়াতে পারে না। ইতিমধ্যে তাঁর চিকিৎসার জন্য পাঁচ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে । বিজ্ঞ চিকিৎসকরা বলছেন- তাকে ঢাকায় নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করাতে হবে । কিন্ত নিলি চন্দের দরিদ্র বাবা মায়ের পক্ষে এত টাকা যোগার করে চিকিৎসা করানো অসম্ভব। তাই তারাঁ তাঁদের মেয়েকে বাঁচাতে সমাজের সকল শেণি পেশার মানুষদের নিকট সাহার্য্যর জন্য হাত বাড়িয়েছেন । সাহার্য্য পাঠানোর ঠিকানা ঃ অনিতা চন্দ,হিসাব নং ০৮৬১১১১১৪২৯৪, উত্তরা ব্যাংক লিমিটেড,আম্বরখানা,সিলেট,৩১০০। মোবাইল নং ০১৭০৩৯৫৩১৭৭, ০১৭২১৯৬২৫৭৭ ।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930