২৫শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১২ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, মে ৮, ২০১৮
সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ।
কালবৈশাখী ঝড়ের মধ্যে মৌলভীবাজারের লাউয়াছড়া বনে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনের ওপর গাছ ভেঙে পড়ায় এই পরিস্থিতি ।
কমলগঞ্জের শমশেরনগরের স্টেশন মাস্টার কবির আহমদ জানান, মঙ্গলবার ভোর ৪টা ২৫ মিনিট থেকে সিলেট-আখাউড়া রেলপথ বন্ধ থাকায় বিভিন্ন স্থানে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন ভোর ৪টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রম করছিল।
ওই সময় কালবৈশাখী ঝড় শুরু হলে উদ্যানের একটি বড় গাছ ট্রেনের ইঞ্জিনের ওপর ভেঙে পড়ে। ফলে সহস্রাধিক যাত্রী নিয়ে ট্রেনটি সেখানে আটকা পড়ে।
কবির জানান, সকাল ১০টার দিকে উদ্ধারকর্মীরা সেখানে গাছ সরানোর কাজ শুরু করেছেন। লাইন পরিষ্কার হলেই যাত্রী নিয়ে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
লাইন বন্ধ থাকায় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস শমশেরনগর স্টেশনে এবং জালালাবাদ এক্সপ্রেস শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনে আটকা পড়ে আছে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766