মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী:
মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন ৭২৩ ট্রেন শ্রীমঙ্গল স্টেশন থেকে রাত ৪টা ৫০ মিনিটে ছেড়ে যায়। এসময় ওই এলাকায় ঝড় তুফান হচ্ছিল।
লাউয়াছড়া বনের ভেতর অতিক্রম কালে প্রচণ্ড ঝড়ে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
তিনি বলেন, উদ্ধারকারী ট্রেন না আসা পর্যন্ত লাইন ক্লিয়ার করা সম্ভব নয়।
আপাতত সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে তিনি জানান।
সংবাদটি শেয়ার করুন