কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনে ভেঙে পড়া গাছে ধাক্কা লেগে একটি ট্রেনের ইঞ্জিন ও দুইটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দিনব্যাপী উদ্ধার অভিযান এর পর ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বভাবিক হয়েছে।
শনিবার (২০ মে) রাত ৮:৪০মিনিটে শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন মাষ্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল।
আজ শনিবার (২০ মে) ভোরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদটি শেয়ার করুন