সিলেটের সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত, টাকা ও মোবাইল লুট

প্রকাশিত: ৭:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০১৬

সিলেটের সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত, টাকা ও মোবাইল লুট

সিলেট বাংলা নিউজঃ নয়াসড়কে সন্ত্রাসী হামলায় এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এসময় হামলাকারীরা অর্ধলক্ষ টাকা ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

শুক্রবার রাত পৌনে ৮টায় নয়াসড়কস্থ ব্লু বি এর সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্লু বি’র ব্যবসায়ী লতিফুল ইসলাম শাওন (২৩) দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন এ সময় একটি অটোরিক্সাযোগে আসা ৫/৬ জনের একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়।

সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে নগদ ৬৫ হাজার টাকা ও ৬০ হাজার টাকা মূল্যের ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন ব্যবসায়ী শাওনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শনিবার নগরীর সওদাগরটুলার নাসির ও শাহপরাণ সিরাজনগরের সেলিমকে এজাহারভুক্ত করে কোতোয়ালি থানায় ৫ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31