৩রা মার্চ ২০২১ ইং | ১৮ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৯
সিলেটের দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটে ছেড়ে আসা মালবাহী ট্রেনের ১৪ নম্বর বগিটি লাইনচ্যুত হয়।
সিলেট রেলওয়ে থানা পুলিশের পরিদর্শক মোল্লা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা এখানে অবস্থান করছি। রেলওয়ের উদ্ধারকারী দল রিলিফ ট্রেন দিয়ে মালবাহী বগিটি উদ্ধারে কাজ করছে।
সিলেট রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত ম্যানেজার আবু নাছের মো, রাসেল জানান, রেল লাইন থেকে সরে যাওয়া বগিটি উদ্ধারে কাজ করছে রেলের উদ্ধারকারী দল। আপাতত সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। খুব শিগগিরই রেল চলাচল শুরু হবে বলে জানান তিনি।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766