ঢাকা ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


সিলেটের ৮ ইউপি’তে ৪৮৬ প্রার্থী, চেয়ারম্যান পদে ৪২, সাধারণ সদস্য পদে ৩৫৩ ও নারী সদস্য পদে ৯১ জন

abdul
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০১৬, ০৭:১৭ পূর্বাহ্ণ
সিলেটের ৮ ইউপি’তে ৪৮৬ প্রার্থী, চেয়ারম্যান পদে ৪২, সাধারণ সদস্য পদে ৩৫৩ ও নারী সদস্য পদে ৯১ জন

এসবিএন, ইসমাঈল হুসাইন: সিলেট সদর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে সোমবার।

ঐ দিন মোট ৪৮৬ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৮ ইউনিয়নে ৪২ জন, সাধারণ সদস্য পদে ৩৫৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯১ জন মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সানজিদা আফরিন ছন্দা এ তথ্য জানিয়েছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই শেষে সকল চেয়ারম্যানদের মনোনয়ন কৃতকার্য হয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কমিশন।

সদর উপজেলায় ৮ ইউনিয়ন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন-

টুলটিকর ইউনিয়ন: আবদুল মছব্বির (আ.লীগ), কাজী মুহিবুর রহমান (বিএনপি), এসএম আলী হোসেন (আ.লীগ বিদ্রোহী), লুৎফুর রহমান (স্বতন্ত্র)। এ ইউনিয়নে সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন মনোয়নপত্র জমা দিয়েছেন।

খাদিমপাড়া ইউনিয়ন: নজরুল ইসলাম বেলাল (আ.লীগ), মো. ফারুক আহমদ (বিএনপি), সেলিম আহমদ (জাপা), হাফিজ শরীফ আহমদ (ইসলামী আন্দোলন), মো. আফছার আহমদ (আ.লীগ বিদ্রোহী), মোজাম্মিল হোসেন লিটন (স্বতন্ত্র), মুফতি মাওলানা মো. জাকারিয়া (স্বতন্ত্র) ও ফজলুল হক (স্বতন্ত্র)। এ ইউনিয়নে সদস্য পদে ৬৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন মনোয়নপত্র জমা দিয়েছেন।

খাদিমনগর ইউনিয়ন: তারা মিয়া (আ.লীগ), ইলিয়াস আলী (বিএনপি), দেলওয়ার হোসেন (বিএনপি বিদ্রোহী), ডা. বাবুল আহমদ (স্বতন্ত্র), সিরাজুল ইসলাম (স্বতন্ত্র), গৌরাঙ্গ সরকার (স্বতন্ত্র)। এ ইউনিয়নে সদস্য পদে ৬৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন মনোয়নপত্র জমা দিয়েছেন।

মোগলগাঁও ইউনিয়ন: হিরন মিয়া (আ.লীগ), মাসুদ মিয়া (বিএনপি), নাজির উদ্দিন (স্বতন্ত্র), শামসুল ইসলাম (স্বতন্ত্র)। এ ইউনিয়নে সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোয়নপত্র জমা দিয়েছেন।

জালালাবাদ ইউনিয়ন: আশরাফ আলী (আ.লীগ), ইসলাম উদ্দিন (বিএনপি), মনফর আলী (স্বতন্ত্র), ফয়সল আহমদ তারা মিয়া (স্বতন্ত্র), আতিকুর রহমান (স্বতন্ত্র)। এ ইউনিয়নে সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন মনোয়নপত্র জমা দিয়েছেন।

হাটখোলা ইউনিয়ন: খুর্শিদ আহমদ (আ.লীগ), আজির উদ্দিন (বিএনপি), চান মিয়া (স্বতন্ত্র), রহমত উল্লাহ (স্বতন্ত্র), শাকিব জামান (স্বতন্ত্র), শামস উদ্দিন (স্বতন্ত্র), মো. রফিকুজ্জামান (স্বতন্ত্র)। এ ইউনিয়নে সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন মনোয়নপত্র জমা দিয়েছেন।

কান্দিগাঁও ইউনিয়ন: নিজাম উদ্দিন (আ.লীগ), আহমদ আলী (বিএনপি), আবদুল মনাফ (স্বতন্ত্র), আবদুল মতিন সামাদ (স্বতন্ত্র), সাজ্জাদ মিয়া (স্বতন্ত্র)। এ ইউনিয়নে সদস্য পদে ৫৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন মনোয়নপত্র জমা দিয়েছেন।

টুকেরবাজার ইউনিয়ন: আলতাফ হোসেন (আ.লীগ), শহীদ আহমদ (বিএনপি), দেলোয়ার হোসেন (স্বতন্ত্র)। এ ইউনিয়নে সদস্য পদে ৪৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন মনোয়নপত্র জমা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031