২৬শে জানুয়ারি ২০২১ ইং | ১২ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৬
এসবিএনঃ দলের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ১১ বিদ্রোহীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
শুক্রবার রাতে সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক জগলু চৌধুরীর পাঠানো এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন- গেদা মিয়া, আবুল হোসেন ও আফজাল হোসেন বতুলা, তেলিখাল ইউনিয়নের আব্দুল হক ও কাজী আব্দুল ওদুদ আলফু, কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের মজনু মিয়া, উত্তর রণিখাই ইউনিয়নের ফরিদ মিয়া, দক্ষিণ রণিখাই ইউনিয়নের রোকন উদ্দিন, মো. আনোয়ার শাহদত ,পূর্ব ইসলামপুর ইউনিয়নের ইলিয়াছুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়নের লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের আবুল কাশেম ।
এসব প্রার্থীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী অঙ্গসংগঠনের কেউ তাদের পক্ষে কাজ করলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বার্তায় জানানো হয়।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766