২৭শে জানুয়ারি ২০২১ ইং | ১৩ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৬
এসবিএন: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাংলাদেশে পাকিস্থানী হানাদার বাহিনী ও তার দোসররা তদানীন্তন পাকিস্থান সামরিক বাহিনীর প্রধান ইয়াহিয়া খান এবং রাজনীতিবিদ জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে অপারেশন সার্চ লাইট নামে যে গণহত্যা চালিয়েছিল তার দৃষ্টান্ত বিরল।
বলা হয়ে থাকে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে সংগঠিত গণহত্যাটি শতাব্দীর নিকৃষ্টতম গণহত্যা।
এরই প্রেক্ষিতে দেশব্যাপী একযোগে ১৯৭১ সালের সেই ভয়াবহ দিনটিকে স্মরণ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী কর্তৃক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে আজ ২৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ সিলেট জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আলো প্রজ্জ্বলন শীর্ষক কর্মসূচি পালিত হয়েছে।
জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে আলো প্রজ্জ্বলন কর্মসূচি উদ্বোধন করেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কমান্ডার ভবতোষ রায় বর্মণ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766