উৎফল বড়ুয়া, সিলেট
সিলেটে কেউ মারা যায়নি। ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিতে আহত শিশু শফিক আলী (১২) এখন শঙ্কামুক্ত। তাকে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবার ২ আগস্ট সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মুহাম্মদ শাদিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার বিকালে নগরীর আখালিয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচিতে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলাাকালে আহত হয় শফিক। সিলেট মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদের গুলিতে আহত হয়েছিল সে। তার শরীরে গুলি লাগে।
তবে আহত শফিককে পুলিশের একজন সদস্য বুকে নিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা গেছে। তাকে উদ্ধার করে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।
তার শঙ্কামুক্ত হওয়ার বিষয়টি হাসপাতালের গণসংযোগ শাখাও নিশ্চিত করেছে। এক ভিডিও ক্লিপে তাকে হাসপাতালের বেডে শুয়ে স্বজনদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতেও দেখা গেছে।
সংবাদটি শেয়ার করুন