৩রা ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসবিএন: গদ্যলেখক হুমায়ুন আইয়ুবের ‘ইসলামে চিন্তার উদারতা’ গ্রন্থটির পাঠ উন্মোচন হয়েছে সিলেটে।
শুক্রবার সকাল ১০ টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আয়োজিত পাঠ উন্মোচনে আয়োজন করে শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন ‘ভোরের আলো শিল্পীগোষ্ঠী’।
কবি মুসা আল-হাফিজের সভাপতিত্বে পাঠ উন্মোচন করেন কবি বশীর উদ্দিন। গ্রন্থের উপর মুখ্য আলোচনা করেন- প্রিয় ডটকমের বিভাগীয় প্রধান মাওলানা মিরাজ রহমান।
আলোচনা করেন- কথা শিল্পী সেলিম আউয়াল, সাংবাদিক বাসিত ইবনে হাবীব, সাংবাদিক বশির উদ্দীন, কবি মামুন সুলতান, এ্যাড. দেওয়ান মাহমুদ ও আমিন ইকবাল।
কবি সিদ্দিক আহমদ ও সাইফুল ইসলাম রিয়াদের উপস্থাপনায় কবি মুসা আল-হাফিজ বলেন, তরুণ লিখিয়েদের নিজেকে নির্মাণ করতে হবে। নিজের আত্মশক্তি ছাড়া খুব বেশি দূর এগুনো যায় না।
আমাদের পূর্বসুরীদের আত্মা আমাদের ডেকে বলছেন, আমরা তলোয়ারের মাধ্যমে যুদ্ধ করেছি, কিন্তু এখন সময় হলো কলমের যুদ্ধ।
কবি সেলিম আওয়াল বলেন, ইসলামে চিন্তার উদারতা গ্রন্থটি ইসলামি সাহিত্যে নতুন দ্বার উন্মোচন করে দিয়েছে। মানুষকে নতুন করে ভাববার পথ খোলে দিয়েছে।
একই সঙ্গে ইসলামকে মানুষের কাছে সহজ করে তুলেছে এবং সমসাময়িক প্রশ্নের উত্তর তুলে ধরা হয়েছে গ্রন্থটিতে। অনুষ্ঠানে লেখকের অনুভূতি প্রকাশ করেন গদ্যকার হুমায়ুন আইয়ুব।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com