এসবিএনঃ জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতি ও দেশের জন্য পথ প্রদর্শক স্বরুপ।
শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বঙ্গবন্ধুর রেখে যাওয়া নীতি অনুস্মরণ ও বাস্তবায়নের মাধ্যমে এ দেশকে এগিয়ে নিয়ে বহিবিশ্বে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বৃদ্বি করেছে।
বঙ্গবন্ধুর জীবনের সকল চিন্তা ও চেতনা ছিল মানুষের জন্য, সমাজ, দেশ ও জাতির জন্য। তাঁর জন্মদিন পালনের মাধ্যমে সেই চিন্তা ও চেতনা মানুষের কাছে তুলে ধরতে হবে। ৯৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্টানে তিনি একথা বলেন।
বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে ১৭ মার্চ রাত ১২ টা ১ মিনিটে নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলে কেক কেটে ৯৭ তম বার্ষিকীর শুভ সূচনা করা হয়।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম নুনু মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম-আহবায়ক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, সুবেদুর রহমান মুন্না, জাকিরুল আলম জাকির, আনিসুর রহমান তিতাস, সাজু ইবনে হান্নান খান, লাহিন আহমদ, ইমামুর রহমান লিটন, রিমাদ আহমদ রুবেল, আবিদুর রহমান শিপলু, শ্যামল সিং, গুলজার আহমদ জগলু, মুরাদ আহমদ মুরন, আব্দুর রব সায়েম, হোসেন আহমদ বাবু, দিলোয়ার হোসেন, আমিনুল ইসলাম সুহেল, ইমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন শাকির, আব্দুল কাইয়ুম লিটন, সুমন তালুকদার, নূর মোহাম্মদ বাবু, বাপ্পী দাস, শামীম আহমদ, আরিফ চৌধুরী, ইমরান চৌধুরী, রাসেল আহমদ, সেলিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা বেলাল খান, আনিছুজ্জামান আনিছ প্রমূখ।
সংবাদটি শেয়ার করুন