৩রা ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০১৬
এসবিএন ডেস্কঃ একাত্তরে হত্যা-গণহত্যার দায়ে আলবদর বাহিনীর তৃতীয় শীর্ষনেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগে বহাল থাকার প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। সিলেটের কোথাও হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি। নগরীতে চলছে যানবাহন।
এদিকে, বুধবার সকাল সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছেন।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সকালে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণার পর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ দলের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ হরতালের ডাক দেন।
বিবৃতিতে বলা হয়েছে, মীর কাসেম আলীকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে বুধবার ৯ মার্চ সারা দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করেছে।
তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে বলা হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com