ঢাকা ১৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


সিলেটে চাঁদা আদায়কালে শর্টগানসহ আটক ৪

redtimes.com,bd
প্রকাশিত আগস্ট ৩০, ২০১৭, ১১:৪৭ পূর্বাহ্ণ
সিলেটে চাঁদা আদায়কালে শর্টগানসহ আটক ৪

সিলেটে নগরীর লামাবাজারে চাঁদা আদায়ের সময় একটি শর্টগানসহ ৪জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ৯ টার দিকে কোতয়ালি থানা পুলিশ চাঁদা আদায়ের সময় তাদের আটক করে। আটককৃতরা হলো- উত্তরবাগবাড়ির ৩৪৭ নং বাসার শশধর তালুকদারের পুত্র শুভেন্দু তালুকদার (২২), লামাবাজার ছায়াতরুর ২১/২ নং বাসার মৃত মোহন লাল ঘোষের পুত্র অপু ঘোষ (২০), বীলপার ৭৩ নং বাসার বাসিন্দা মৃত বিজয় রায় চৌধুরীর পুত্র উজ্জ্বল রায় চৌধুরী (২১), ও দাড়িয়াপাড়া মেঘনা-১৪ নং বাসার বাসিন্দা মৃত সুশিল রায়ের পুত্র সৌরভ রায় (২৩)।
কোতয়ালি থানার সিনিয়র সহকারি কমিশনার সাদেক কাউছার দস্তগীর জানান- এরা দীর্ঘদিন ধরে লামাবাজারের একটি দোকানে চাঁদা আদায় করে আসছিলো। গত ঈদের আগে একজনকে তুলে নিয়ে ১৫ হাজার টাকা চাঁদা আদায় করে ছেড়ে দেওয়া হয়। গতকাল সোমবার তারা পূর্বের ন্যায় আবারো ওই দোকানে চাঁদা আদায় করতে যায়।
ওই দোকানের মালিক চাঁদা না দিয়ে মঙ্গলবার আসতে বলে। বিষয়টি পুলিশকে বিস্তারিত জানালে মঙ্গলবার রাত ৮টার দিকে ওই এলাকায় পুলিশ ওৎপেতে থাকে। পরে আটককৃত ৪জন সেখানে চাঁদা আদায় করতে আসলে কোতয়ালি থানার কোতয়ালি থানার সিনিয়র সহকারি কমিশনার সাদেক কাউছার দস্তগীর ও ওসি গৌসুল হোসেনের নেতৃত্বে পুলিশ তাদের আটক করে।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930