সিলেটে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০১৮

সিলেটে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন । আহত হয়েছেন অন্তত নয় জন । ০১ জানুয়ারি সোমবার বিকালে নগরীর কোর্টপয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে সিলেট কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন জানান ।

নিহত আবুল হাসান শিমু আহমদ (৩২) নগরীর আরামবাগ এলাকার আব্দুল আজিজের ছেলে । মহানগর ছাত্রদলের সদস্য শিমু ।

ওসি গৌসুল বলেন, পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে । আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকচিকিৎসা দেওয়া হয়েছে ।

সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি লিটন আহমদ সংবাদমাধ্যমকে বলেন, “মিছিলে আধিপত্য বিস্তার নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে কয়েকজন জুনিয়র ছাত্রদলকর্মী । শিমু তাদের সামাল দিতে গেলে ছুরিকাহত হন । এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয় ।”

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, মিছিলে ছুরিকাঘাতের এমন ঘটনা দুঃখজনক । এ বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

ঘটনা স্থলের প্রত্যক্ষদর্শি একজন নাম অপ্রকাশের শর্তে বলেন, ছাত্রদলের মিছিলে প্রথম সারিতে দাঁড়ানো নিয়ে কথা কাটাকটির এক পর্যায়ে দু’দলে বিভক্তি দেখা যায় । কিছুক্ষনের মধ্যেই একদল হাতাহাতিতে জড়িয়ে পড়েন । এরমধ্যে রাস্তার পাশে চানাচুর বিক্রেতার ছুরি নিয়ে একজন যুবক ঐ ছেলেকে কয়েকটি ছুরিকাঘাত করতে দেখা যায়, সাথে সাথে ছুরিকাহত হয়ে রাস্তায় পড়ে যায়, এ সময় লোকজন আতংকে এলোপাতাড়ি ছুটাছুটি শুরু করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

October 2023
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031