এসবিএন ডেস্ক: সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
বক্তব্য দানকালে নেতৃবৃন্দ ২১ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রীর সিলেট সফর যাতে সফল ও সার্থক হয়, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার উদাত্ত আহবান জানান।
তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। সংগঠনের সুনাম যাতে ক্ষুন্ন না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রেখে কাজ করতে হবে। এর আগে নেতৃবৃন্দ ওসামনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নগরীতে ফেরে হযরত-শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের সভাপতিত্বেে, জেলা ও মহানগর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকদ্বয় এম রায়হান আহমদ ও আব্দুল আলিম তুষারের যৌথ পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্বরণ, সাধারণ সম্পাদক রফিক চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক চৌধুরী রাজ, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি, শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিব বন চক্রবর্তী পাত্র, সাধারণ সম্পাদক ইমরান খান, কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি শামিম মুল্লা, সাধারণ সম্পাদক ঋত্বিক দেব সহ প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন