ডেস্ক রিপোর্ট : সিলেটের জালালাবাদে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা শাখার সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল সরকারি কলেজ চত্বর থেকে শুরু হয়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের কলেজ মোড় প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে কলেজ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল জাব্বার, দপ্তর সম্পাদক সাজেদুর রহমান সেতু, কলেজ শাখা সভাপতি কুদরত ই খুদা রুবেল সাধারণ সম্পাদক মাসুদ রানা, শহর শাখার সভাপতি শেখ আরিফ, ছাত্রলীগ নেতা নাদিুজ্জামান, মোকাদ্দেস হোসেন, আশিকুর রহমান, তুহিন , মামুন, লাবনী, রুবিনা, সোনিয়া প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন