২২শে জানুয়ারি ২০২১ ইং | ৮ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৬
এসবিএন নিউজ: সিলেটে নিজ দলের সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রলীগ কর্মী কাজী হাবিবের (২৪) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর শামীমাবাদের সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতাকর্মীরা হাবিবকে ছুরিকাঘাত করে আহত করে। রাতে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
জানা যায়, নিহত কাজি হাবিবুর রহমান হাবিব (২৪) সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি মহানগর সাধারন সম্পাদক তুষার গ্রুপের কর্মী ছিলেন। সম্প্রতি তিনি গ্রুপ বদল করে ছাত্রলীগের তেলিহাওর গ্রুপে যোগ দেন।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে দলীয় কোন্দলের জের ধরে নগরীর শামীমাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতাকর্মীরা হাবিবকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরো অবনতি হলে মঙ্গলবার দিনগত রাত ৯টার দিকে নগরীর মাউন্ড এডোরা হাসপাতালে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সেখানে রাত সাড়ে ১১টায় মারা যান হাবিব।
নিহত হাবিব কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের রানীঘাট গ্রামের কাজি সিদ্দিকুর রহমানের ছেলে।
এদিকে শিক্ষার্থী নিহতের ঘটনায় বুধবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পাঠদান বন্ধ রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্র।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766