সিলেটে বিএনপির মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৫

সিলেটে বিএনপির মনোনয়ন পেলেন যারা

এসবিএন ডেস্ক: প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনে বিএনপিসমর্থিত মেয়র প্রার্থীদের মনোনয়ন দেওয়া শেষ করেছে দলটি। বুধবার সন্ধ্যার দিকে এই প্রক্রিয়া শেষ হয়। এর আগে মঙ্গলবার বিকেল থেকে ধানের শীষ প্রতীক দিয়ে প্রার্থীদের প্রত্যয়ণপত্র দেওয়া শুরু হয়।

বুধবার পর্যন্ত ২৩০ আসনে মেয়র পদে মনোনীত প্রার্থীদের কাছে প্রত্যয়নপত্র দিয়েছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সারা দিন দলীয় প্রার্থী ও তাদের মনোনীত ব্যক্তিরা প্রত্যায়নপত্র স্বাক্ষর করে নিয়ে গেছেন।

এ ব্যাপারে দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের জন্য প্রত্যয়নপত্র সংশ্লিষ্টদের কাছে দিয়ে দিয়েছি। কয়েকটি আসনের মনোনয়ন নিয়ে কিছুটা কাজ বাকি আছে। আশা করছি, রাতেই এগুলো সমাধান হয়ে যাবে।’
সিলেট বিভাগ
সিলেটের জকিগঞ্জে বদরুল হক বাদল, কানাইঘাটে আবদুর রহিম, গোপালগঞ্জে শাহীন চৌধুরী, সুনামগঞ্জের পৌরসভায় অধ্যক্ষ সেরিগুন, ছাতকে শামসুর রহমান, দিরাইয়ে মাইনুদ্দিন চৌধুরী, জগন্নাথপুরে রাজু আহমেদ, মৌলভীবাজার পৌরসভায় অলিউর রহমান অলি, কমলগঞ্জে আবু ইব্রাহিম জমসের, কুলাউড়ায় কামালউদ্দিন আহমেদ, বড়লেখায় আনোয়ারুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভায় জি কে গউস, নবীগঞ্জে সাবেরুল হক, মাধবপুরে হাবিবুর রহমান মানিক, শায়েস্তাগঞ্জে ফরিদ আহমেদ আলিম, চুনারুঘাটে নাজিমউদ্দিন সামসু বিএনপির প্রতীক ধানের শীষ পেয়েছেন।

লাইভ রেডিও

Calendar

November 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930