৯ই মার্চ ২০২১ ইং | ২৪শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০১৬
সিলেট বাংলা নিউজঃ সিলেটে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সিএনজি ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
সোমবার দক্ষিণ সুরমায় গাড়িতে গ্যাস লোডকে কেন্দ্র করে সাউথ সুরমা সিএনজি অ্যান্ড পেট্রোল ফিলিং স্টেশনে হামলা ও লুটপাট এবং এ ঘটনায় থানায় মামলা না নেওয়ায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
সিলেট সিএনজি ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জুবের আহমদ চৌধুরী ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার বিকেলে দক্ষিণ সুরমার বাইপাসস্থ সাউথ সুরমা সিএনজি অ্যান্ড পেট্রোল ফিলিং স্টেশনে হামলা চালিয়ে লুটপাট করে কতিপয় যুবক।
এ ঘটনায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকসহ আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করতে গেলে পুলিশ ফলিকের নাম বাদ দিতে বলে।
তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা ফলিকের নাম বাদ দিতে রাজি হইনি। এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও ফল পাওয়া যায়নি। বাধ্য হয়ে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।’
মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট চলবে বলেও জানিয়েছেন জুবের আহমদ চৌধুরী।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766