নিজস্ব প্রতিবেদকঃ মাকসুদ ওরফে পুলক, সিলেট জেলার বিয়ানিবাজার উপজেলার বালিঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল খায়েরের পুত্র । সিলেট নর্থ-ইস্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন । সাম্প্রতি মাকসুদ ওরফে পুলক তার ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানি মূলক কিছু পোস্ট করছেন । এ বিষয়ে জানার জন্যে বার বার তার ০১৭১২৩৫৭৮৬৩ নং মোবাইলে কল দিলে কোন সাড়া পাওয়া যাচ্ছেনা দু‘দিন থেকে । জানায়ায়, গত বছর তারই এক ঘনিষ্ট বন্ধু নিজগ্রাম বালিঙ্গা হতে, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি এবং কুরূচিপূর্ণ কার্টুন তৈরী করে ফেসবুকে দিলে তাকে আটক করে র্যাব-৯।
[caption id="attachment_19243" align="aligncenter" width="960"] It'z Moksud (Pulok)[/caption]
৩মার্চ নিম্নে ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন তিনিঃ
“এই না হয় বাংলাদেশ। নারী পুরুষ এর সমান অধিকার ..হলির নামে নষ্টামি করতে যায় মুসলিম ললনারা...নষ্টামি করার সময় নারী পুরুষ সমান, ধর্ম যার যার অনুষ্ঠান সবার, আর যদি কোনো ছেলে তোমাকে নিয়ে বাজে কথা বলে তাহলে কি?? তোমাকে নিয়ে উপহাস করলো তাহলে কি?? ছেলেরা খারাপ তাদের ঘরে মা বোন নাই। আরে তাদের ঘরে মা বোন যদি তোমাদের মতো চলতো তাহলে তারা কি আর তোমাকে নিয়ে বাজে কথা বলতো তারা উলটা তোমাকে সাপোর্ট করতো এভাবে চলতে। হ্যাঁ মানলাম কিছু ছেলেদের নজর চিন্তা ভাবনা খারাপ। কিন্তু তাই বলে তোমরা তাদের কোনো কিছু করার সুযোগ তো দেয়া উচিৎ না। সব দোষ তো ছেলেদের দিলে চলবে না। আমাদের নিজেদের সম্মান নিজেদের রক্ষা করতে হবে। ছেলেদের ভিড়ে ঢুকবা আর ধাক্কা লাগলে হাত লাগলে বলবা ছেলে অভদ্র। বাহ ভালো বলতে পারো তো তোমরা। বর্তমানে এই ধরনের কয়েকজন মেয়ের জন্য ছেলেরা মেয়েদের সম্মান দিয়ে কথা বলে না।, ১টা খারাপ কথা বলে দিতে মুখে বাজে না কারো। এই জন্য এই ধরনের কোনো অনুষ্ঠান আমাদের ধর্মে নাই। যাদের ধর্ম তাদেরই পালন করতে দাও। দোষ তো হলির না দোষ আমাদের। আমরা আমাদের ধর্ম ভুলে গিয়েছি। কিছু অভার ট্রেনডি মুসলমান মেয়ে আছে যারা আধা ছিঁড়া কাপড় পড়ে সিসা লঞ্জে, বিভিন্ন পুল পার্টিতে, নাইট ক্লাবে যায় আর এইগুলার ছবি আপলোড করে সোসিয়াল মিডিয়াতে। কিন্তু যদি এইসব ছবি তোমাদের বাবা মায়ের চোখে পড়ে তখন তাদের কেমন লাগবে ভেবেছো তোমরা???? কি বুঝানোর চেষ্টা করো তোমরা এগুলা করতে পারো, তোমরা স্মার্ট আর আমরা যারা এগুলা করি না আমরা বাকি মেয়েরা খেত।?? তোমরা এগুলা করতে দোষ নাই অথচ মানুষ তোমাদের নিয়ে সমালোচনা করলেই অপরাধ??? হাফ নেকেড হয়ে থাকবা আর মানুষ তাকাইলে আর ২/৪ টা কথা বললেই সমস্যা, তোমাদের গায়ে লাগে??? আজকে আমার কথাগুলা তাদেরই ভালো লাগবে যারা বাস্তবিক চিন্তা ভাবনা করে আর তাদেরই গায়ে লাগবে যারা এই সমস্ত কাজ করে আর এই সমস্ত মেয়েদের সাপোর্ট করে। এ কেমন নীতি, এ তো দুর্নীতি । চলবা আমেরিকান কালচার এ আর ধর্ষণ হওয়ার পর বিচার চাবা সৌদি আইনের মতো। বাহ্ দারুর বিচার ।
এসব কোথা হতে সংগ্রহ করা হয়েছে প্রতিবেদক বার-বার তার ০১৭১২৩৫৭৮৬৩ নং মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com