ঢাকা ২১শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


সিলেটে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

abdul
প্রকাশিত নভেম্বর ২৮, ২০১৫, ০৭:৫০ পূর্বাহ্ণ
সিলেটে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অলক সেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার নগরীর কোর্ট পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী মানসের সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাড. বিমান চন্দ্র দাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. প্রদীপ কুমার ভট্টাচার্য্য, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলার সভাপতি দীপক চন্দ্র ঘোষ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক শৈলেন কর, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত চৌধুরী লিটন, দক্ষিণ সুরমা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনমোহন দেবনাথ, সাধারণ সম্পাদক নন্দন পাল, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দক্ষিণ সুরমা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ সিলেট জেলার সভাপতি অ্যাড. রঞ্জন ঘোষ, মহানগর শাখার সভাপতি শান্ত দেব, জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস ধনু, মহানগর শাখার সাধারণ সম্পাদক রথীন্দ্র দাস ভক্ত।
এছাড়া মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন, সুব্রত দেব, মলয় পুরকায়স্থ, মানিক লাল দে, শংকর দাস শঙ্কু, জ্ঞানেন্দ্র ধর রুনু, গোপীকা শ্যামল পুরকায়স্থ, রাখাল দে, শ্যামল চন্দ্র চন্দ, লিটন পাল, শ্রীবাস মহালী, স্বপন বর্মণ, ছাত্র-যুব ঐক্য পরিষদের রাজেশ সরকার, সাংবাদিক শংকর দাস, দিবাকর দাস, রকি দেব, অসীম দেব পাপ্পু।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930